সরকার পরিবর্তন হলেও শনিছড়া গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের বাসিন্দাদের মিলেনি সেতু পারাপারের রাস্তা।


IIW : বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- যেমন বাম তেমনই রাম কোন সরকারের আমলেই শনিছড়া গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের বাসিন্দাদের যাতায়াতের সুবিধার্থে একখানি পুল নির্মাণ করে দেওয়া হয়নি। রাজ্যের প্রাক্তন সমাজকল্যাণমন্ত্রী বিজিতা নাথ এর নিজ বাঘবাসা  বিধানসভায় একটি সেতুর জন্য মানুষ ভোগান্তির শিকার। শনিছড়া গ্রাম পঞ্চায়েত থেকে মাত্র ১০০ মিটার দূরত্বে তথা আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে অবস্থিত এই বাঁশের সাঁকোটি। বর্ষার দিনে বাঁশের সাঁকো আর থাকেনা জলে ভেসে যায় তখন বাড়ি থেকে বের হতে পারেন না এলাকার লোকজন। এমনই ভোগান্তির কথা জানালেন শনি ছড়া গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের বাসিন্দারা। বাম আমলে বহুবার তারা দাবি রেখেছিলেন সেতুর জন্য কিন্তু হয়নি রাজ্যে নতুন সরকার  প্রতিষ্ঠিত হওয়ার পর ফের তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে সেতু নির্মাণ করে দেওয়া হবে। কিন্তু রাম বা বাম কোন দলে কথা রাখেনি।১৬ হাজার টাকা খরচ করে গ্রামের লোকজন চলাচলের জন্য বাঁশের পুল বানিয়েছেন। যেটি তাদের যোগাযোগের একমাত্র মাধ্যম। প্রত্যেক রায় ছড়ার ওপাশে যে বাড়ি ঘর গুলি রয়েছে বৃষ্টি মরসুমে তাদের বাড়ি থেকে বের হওয়া দায়। এমন কি গর্ভবতী মহিলা ও অসুস্থ রোগী কে হাসপাতাল নিয়ে যেতে অসুবিধা হয় এমনটাই জানালেন এলাকার মানুষ। বর্ষাকালের ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারে না ব্রিজের কারণে।প্রায় ৫১ বছর ধরে প্রত্যেক রায় ছড়া আর ওপারে মানুষজন ঘর বানিয়ে বাস করছেন অথচ আজ অবধি একটি সেতু নির্মাণ করে দিতে পারল না সরকার।

Post a Comment

0 Comments