বিদ্যুতের লাইন সংযোগকে কেন্দ্র করে চরম উত্তেজনা পূর্ব চুড়াইবাড়ি পঞ্চায়েত এলাকায়।



IIW : বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :-  বিদ্যুতের লাইন সংযোগকে কেন্দ্র করে চরম উত্তেজনা পূর্ব চুড়াইবাড়ি পঞ্চায়েত এলাকায়। নতুন বিদ্যুতের লাইন কেটে নিয়ে যায় চোরের দল। ঘটনা পূর্ব চুড়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডে অর্থাৎ ত্রিপুরার একদম শেষ প্রান্তে। বিগত বাম আমলে উপ-প্রধানের নিজের ওয়ার্ডের ১৪ টি পরিবার বিদ্যুতের আলো থেকে বঞ্চিত ছিল। অবশেষে উপপ্রধান আব্দুল খালেক নিজ উদ্যোগে নেতাজি পাড়ার ওই সংখ্যালঘু এলাকায় বিদ্যুৎ সংযোগ দিতে গেলে রুখে দাঁড়ায় স্থানীয় বিজেপি নেতৃত্ব ও এলাকাবাসীরা। পরে অবশ্য সাতটি খুঁটি ব্যয় করে ধানের জমির মধ্যে দিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তে বিদ্যুতের লাইন সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয় পঞ্চায়েত ও বিদ্যুৎ দপ্তরের উদ্যোগে। আজ থেকে প্রায় দুই বছর পূর্বে ছয়টি খুঁটিসহ লাইন টেনে রাখা হয়। বাকি একটি খুঁটি ধান কাটা হয়ে গেলেই বসানো হবে আর তারপরেই বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে, ঠিক এই সময় বিজেপি আশ্রিত এলাকার কিছু দুষ্কৃতিকারী চোর সম্পূর্ণ লাইনটি কেটে নিয়ে যায়। রাতের অন্ধকারে একাধিকবার লাইন কেটে নেওয়ার পর গত পরশু দিন রাত এ এলাকাবাসীরা তাকে দেখতে পেয়ে তাকে জিজ্ঞেসা করলে সে অস্ত্র দেখিয়ে পালিয়ে যায় সেখান থেকে। সাথে সাথে খবর দেওয়া হয় চুড়াইবাড়ি থানায়। চুড়াইবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসে চোরের পিতা আরফিজ আলীকে থানায় নিয়ে যায়। অবশ্য কতিপয় বিজেপির সংখ্যালঘু নেতারা মিটমাট করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন থানায় এসে। তারপর অভিযোগকারী এলাকাবাসীরা পঞ্চায়েতের সাহায্য নিয়ে গতকাল চুড়াইবাড়ি থানায় একটি মামলা দায়ের করে জমির হোসেনের বিরুদ্ধে। তাদের দাবি কি কারণে পুলিশ চোরকে পাকড়াও করছেনা। তাহলে কি এলাকার বিজেপি নেতৃত্বদের কাছে হার মেনেই পুলিশ এই কাজ করতে বাধ্য হল ? সেই বিষয়ে চুড়াইবাড়ি থানার ইনচার্জ কাজল রুদ্র পালের নিকট জানতে চাইলে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন বিষয়টি খতিয়ে দেখা হবে। এদিকে এলাকাবাসীর অভিযোগ বিজেপির কিছু স্থানীয় সংখ্যালঘু নেতৃত্ব নাকি প্রকাশ্যে বলে চলছেন চুরি করলে কি হবে, যদি বিজেপি দলে যোগদান করে তাহলে থানা পুলিশ থেকে রেহাই পেয়ে যাবে। এমনকি চোরকে রাতারাতি সমর্থন করে বিজেপির পতাকা হাতে ধরিয়ে দেওয়া হয় এমনটাই এলাকাবাসী অভিযোগ করে বলেন। বিজেপির আদর্শকে কলুষিত করতে  কিছু চুনোপুটি নেতা এই ধরনের আবোল তাবোল কাজ করে চলছেন।এখন দেখার বিষয় প্রশাসন কি ভূমিকা পালন করে।

Post a Comment

0 Comments