IIW : আমবাসা প্রতিনিধি, পিংকু বিশাস :- নিজেদের ভূমি সুরক্ষা করতে এবার মাঠে নামল আমবাসা ভূমি সুরক্ষা কমিটি। চান্দ্রাইছড়া ও আমবাসা কলোনী এলাকাগুলিতে আজ প্রায় ৫০-৬০বছর ধরে বহু পরিবার বসবাস করছে। কিন্তু ২-৩ বছর ধরে একটি দালাল চক্র এই জায়গাগুলি হাতিয়ে নেওয়া ফন্দি করছে। ১৮৭ ধারাকে কাজে লাগিয়ে একদল দালাল চক্র উপজাতি ভূমিপুত্রদের নিয়ে এসে জায়গা হাতানোর ফন্দি করছে বলে অভিযোগ করেন ভূমি সুরক্ষা কমিটি। এতে করে উপজাতি ও বাঙ্গালিদের মধ্যে বিবেদও সূষ্টি করার চেষ্টা করছে এই দালাল চক্র। এখন পর্যন্ত প্রায় ৬০ পরিবারকে নোটিশ দেওয়া হয়েছে। অযথা হয়রানীর শিকার হচ্ছে বহু মানুষ। এরই প্রতিবাদে মঙ্গলবার আমবাসা রাজপথ কাপিয়ে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে আমবাসা ভূমি সুরক্ষা কমিটি। এই মিছিলটি আমবাসা বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে ডলুবাড়ি আমবাসা মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়। ৫ দফা দাবি তুলে দেওয়া হয় মহকুমা শাসক জে.ভি দুয়াতির কাছে। ১৮৭ ধারার নামে অযথা জনগনকে হয়রানি করা চলবে না , দালালদের দালাল চক্র বন্ধ করতে হবে সহ ৫ দফা দাবি তুলে ধরেন ভূমি সুরক্ষা কমিটি। এক সাক্ষাত্কারে ভূমি সুরক্ষা কমিটির একজন সদস্য বলেন ১৮৭ ধারার নামে হয়রানি বন্ধ করতে হবে, দালালচক্রদের দালালি বন্ধ করতে হবে, আমাদের বিটেমাঠির সুরক্ষা দিতে হবে প্রসাসনকে। এই ৫ দফা দাবি পূরন না হলে আগামীদিনে তারা আরও বৃহত্তর আন্দোলনে যাবে। এখন দেখার বিষয় আমবাসা মহকুমা শাসক কি পদক্ষেপ নেয়।
0 Comments