IIW : প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (জামিনযোগ্য) জারি করল দিল্লির সাকেত আদালত। জানা গেছে, গম্ভীর একটি রিয়েল এস্টেট গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন। ওই সংস্থার ডিরেক্টর মুকেশ খান্না ও অন্য একটি সংস্থার ডিরেক্টর গৌতম মেহতার বিরুদ্ধে ফ্ল্যাট বিক্রির নামে জালিয়াতির অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে বিপুল পরিমাণ টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে।
অভিযোগ উঠেছে, গৌতম গম্ভীরের নামকে সামনে রেখে ফ্ল্যাট বিক্রির নামে বিনিয়োগকারীদের কাছ থেকে ওই সংস্থা কয়েক কোটি টাকা নিয়েছিল। তবে, ওই সংস্থা শেষ পর্যন্ত বিনিয়োগকারীদের ফ্ল্যাট দেয়নি। এবিষয়ে এর আগে গৌতম গম্ভীর আদালতের দ্বারস্থ হন এবং তাঁর প্রতি দেওয়া রায়ের পুনর্বিবেচনার আবেদন করেন। তবে সেই আবেদন খারিজ হয়ে যায়। তিনি জানান, তিনি শুধুমাত্র একজন ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন এবং বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা নেওয়ায় কোনও হাত নেই।
পুর্নবিবেচনার আবেদন আদালত খারিজ করে দেয়। কিন্তু তারপর গম্ভীর এই মামলায় আদালতে হাজিরা দেননি। সেজন্য সাকেত আদালতের CMM এস এইচ মনিশ খুরানা গম্ভীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
0 Comments