IIW : বৃহস্পতিবার অমরপুর বীরগঞ্জ এলাকায় জলে ডুবে মৃত্যু হল ১৮ মাসের এক শিশুর। ঘটনার বিবরনে জানা গেছে আজ সকাল থেকেই নিখোঁজ ছিলো শিশুটি। বাড়ির মধ্যে খোঁজার পর হঠাৎ না দেখতে পেয়ে সন্দেহ বসত পুকুরে নামলে পুকুরের জলের নীচে পাওয়া যায় শিশুটিকে। মৃত শিশুটির নাম অর্পিতা দেবনাথ।এই ঘটনা কে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
0 Comments