অসাধু পুলিশ আধিকারিক খোদ পুলিশের জালে পড়েছেন।


IIW : নিজস্ব প্রতিনিধি, আগরতলা :- রাজধানীর কর্নেল চৌমুহনি এলাকার বাসিন্দা সন্দেহভাজন এক অসাধু পুলিশ আধিকারিক খোদ পুলিশের জালে পড়েছেন। তাঁর বাড়িতে হানা দিয়ে পশ্চিম থানার পুলিশ প্রচুর অবৈধ টাকা উদ্ধার করেছে। পুলিশ এ ঘটনায় বাড়ির মালিক তথা পুলিশ আধিকারিকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তির নাম সুশীল দেববর্মা। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি তাঁদের সহকর্মী। একজন পুলিশ আধিকারিক। তিনি পুলিশ সদর দফতরে কর্মরত। ঘটনার বিবরণে জানা গেছে, মঙ্গলবার দুপুরে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে পশ্চিম থানার পুলিশ রাজধানীর কর্নেল চৌমুহনিতে অবস্থিত পুলিশ অফিসার সুশীল দেববর্মার বাড়িতে অভিযান চালায়। অভিযানে পুলিশ সুশীল দেববর্মার বাড়ি থেকে বান্ডিলের পর বান্ডিল নগদ অর্থ উদ্ধার করেছে। টাকার গণনা খবর লেখা পর্যন্ত শেষ হয়নি। কী কারণে, কোথা থেকে এত টাকা পুলিশ কর্মীর বাড়িতে এসেছে সে সম্পর্কে ধন্দে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা। এ বিষয়ে পুলিশ সঠিক কিছু এখনি জানাতে পারছে না।তবে প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ড্রাগসের লেনদেনের টাকাও হতে পারে এগুলি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। এদিকে রাজ্য গোয়েন্দা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, দুপুরে রাজধানীর শংকর চৌমুহনি এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর নগদ অর্থ উদ্ধার করেছে পশ্চিম আগরতলা থানার পুলিশ। সদর মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। গোয়েন্দা পুলিশের এই আধিকারিক আরও জানিয়েছেন, পুলিশ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছিল। তাকে জেরা করে পুলিশ জানতে পারে, শংকর চৌমুহনি এলাকার ওই বাড়িতে মাদক ব্যবসার বিপুল পরিমাণ অর্থ মজুত রয়েছে। এই সূত্রের ভিত্তিতে পুলিশ সুশীল দেববর্মার বাড়িতে এদিন অভিযান চালায় ও নগদ অর্থ উদ্ধার করে। তিনি আরও জানান, এর সঙ্গে আর কারা জড়িত তা জানতে পুলিশ তদন্ত জারি রেখেছে। পুলিশ এখন পর্যন্ত ১০ লক্ষ ১১৭০ টাকা গুণে পশ্চিম থানায় নিয়ে এসেছে। তবে সুশীল দেববর্মার স্ত্রী মল্লিকা দেববর্মা জানান, তাদের ঘরে ২০ লক্ষের বেশি টাকা মজুত আছে। যা তার বোনের। সে তার জমি বিক্রি করে এই টাকা পেয়েছে। নিরাপত্তার কথা চিন্তা করে এগুলি তার ঘরে রেখে গিয়েছে। মাদক ব্যবসার অভিযোগ তিনি নাকচ করে দেন।

Post a Comment

0 Comments