বড়দিন উৎসবে মেতে উঠলো উত্তর জেলা বাসি।


IIW : বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- বড়দিন উৎসবে মেতে উঠলো উত্তর জেলা বাসি। যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে উত্তর জেলায় ধুমধাম ভাবে বড়দিন পালিত হয়। উত্তর জেলার মূল অনুষ্ঠানটি হয় নোয়াগাঁঙ এলাকায়। মঙ্গলবার সন্ধ্যায় সেজে উঠে নোয়াগাঁঙ এর গির্জাগুলি। ধর্মনগর সহ আশপাশ এলাকার মানুষ ও ভিড় জমান গির্জা গুলিতে। বাহারি আলোকসজ্জার মধ্যে অনুষ্ঠিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।

Post a Comment

0 Comments