ছিনতাই হওয়া গাড়ি উদ্ধার করল ধর্মনগর থানার পুলিশ।


IIW : বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- ছিনতাই হওয়া গাড়ি উদ্ধার করল ধর্মনগর থানার পুলিশ। বি এম এস এর চাপে পড়ে ধর্মনগর থানার পুলিশ বর্তমানে মামলাটির তদন্ত চালাচ্ছে। ঘটনার বিবরণে প্রকাশ TR 05 -1706 নাম্বারের বোলোরো গাড়ি চালক ইটবোঝাই করে চারজন শ্রমিকসহ পশ্চিম চন্দ্রপুরে যায়।সেখানে এলাকার কুখ্যাত নেশা মাফিয়া মশাই আলী ওরফে কুটু, মালেক উদ্দিন সহ চার ব্যাক্তি চালকসহ শ্রমিকদের উপর হামলা চালায়। তাদের মারধর করে বোলেরো গাড়ি ছিনতাই করে নিয়ে যায়। আক্রান্ত গাড়ি চালক বিষয়টি বিএমএস ধর্মনগর শাখা কে জানায়। তারপর বি এম এস নেতা,কর্মী ও চালক ধর্মনগর থানায় এসে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ রাতেই ছিনতাইকৃত গাড়ি টি উদ্ধার করেছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। এই ঘটনায় গোটা পশ্চিম চন্দ্রপুর এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

Post a Comment

0 Comments