IIW : বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- ধর্মনগর জেল রোডের স্বেচ্ছাসেবী সংস্থা “সেবা শৌর্য সংস্থান ” এর উদ্যোগে বুধবার ধর্মনগর দেওয়ানপাশা স্থিত ধর্মপুর বিদ্যালয়ে প্রতিবন্ধীদের জন্য পুনর্বাসন সার্টিফিকেট প্রদান ও পুনর্বাসন সার্টিফিকেটের মেয়াদ উত্তীর্ণের শিবির হয়ে গেল। যৌথ ভাবে এই শিবিরের উদ্বোধন করলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন ও রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। উদ্ভোধকরা “সেবা শৌর্য সংস্থান ” -র এই আয়োজনকে সাধুবাদ জানান। পাশাপাশি বর্ণালী গোস্বামী বলেন দীর্ঘদিন যাবত উত্তর ত্রিপুরার শারীরিক প্রতিবন্ধীদের বহু কষ্ট করে কৈলাসহরে গিয়ে পুনর্বাসন সার্টিফিকেট বা সার্টিফিকেটের মেয়াদ বৃদ্ধি করার জন্য যেতে হতো। কিন্তু বর্তমান সরকার ডিডিআরসির একটি শাখা ধর্মনগরে চালু করার উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগে উত্তর ত্রিপুরার শারীরিক প্রতিবন্ধীরা উপকৃত হবেন। পাশাপাশি অপর উদ্বোধক বিশ্ব বন্ধু সেন জানান ডিডিআরসি-র শাখা ধর্মনগরে আনার জন্য দীর্ঘদিনের দাবি করে আসছিলেন তিনি। তার জন্য বহু লড়াই করেছেন বহু ক্ষেত্রে। এ এবার রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকারের সদইচ্ছার কারণে উত্তর ত্রিপুরা বাসি এই সুবিধা পাচ্ছে। বুধবার “সেবা শৌর্য সংস্থান ” এর শিবিরে কৈলাশহর থেকে চার জন বিশেষজ্ঞ প্রতিবন্ধীদের চিকিৎসকরা উপস্তিত ছিলেন
0 Comments