IIW : বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- দেরিতে হলেও চৈতন্য দয় হলো উওর জেলা পুলিশের। এটিএম প্রতারকদের বিরুদ্ধে এখন ব্যবস্থা নিতে যাচ্ছে পুলিশ। এটিএমের মাধ্যমে টাকা গায়েব হওয়ার ঘটনায় সবাইকে সতর্ক করলেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। আগামী ২৯ শে ডিসেম্বর সকালে ধর্মনগরের সকল ব্যাংক কর্মকর্তাদের নিয়ে এক বৈঠক করবেন বলে পুলিশ সুপার জানিয়েছেন। এই ধরনের ঘটনা আর যাতে না হয় এর জন্য এই পদক্ষেপ। পাশাপাশি সংবাদ মাধ্যমের কাছে আবেদন করেন তারা যেন সমাজ সচেতনের জন্য এই সংবাদ প্রকাশ করেন। এখন পর্যন্ত মহকুমায় ৪ টি লিখিত অভিযোগ জমা পড়েছে এবং মোট ৪ লক্ষ ৭২ হাজার টাকা গায়েব হয়েছে বলে জান গেছে। এই দুষ্কৃতিকারীদের পাকড়াও করতে মাঠে নেমেছে পুলিশ সুপারের একটি বিশেষ টিম। বুধবার সন্ধ্যায় উত্তর জেলার পুলিশ সুপার কার্যালয়ে হয় এই বিশেষ সাংবাদিক সম্মেলনে ছিলেন এসপি ভানুপদ চক্রবর্তী, উপস্থিত ছিলেন গোয়েন্দা শাখার ডিএসপি বিক্রমজিত শুক্লা দাস। পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান বিহারের একটি চক্র ফোনে এটিএম কার্ড সংক্রান্ত বিষয়ে লোকজনদের ফোন করছে। ফোনের মাধ্যমে এটিএম কার্ডের পিন নম্বর এবং ওটিপি নিচ্ছে এবং সাথে সাথে হাতিয়ে নিচ্ছে এটিএম উপভুক্তার একাউন্ট থেকে বড় অংকের টাকা। ভানুপদ চক্রবর্তী উত্তর জেলা বাসিন্দাদের উক্ত বিষয়ে সতর্ক থাকার জন্য আহ্বান জানান। ব্যাংক থেকে এই ধরনের ফোন কল করা হয় না বলেও জানান তিনি। আর কোন প্রকার সন্দেহ হলে ৩ দিনের ভিতরে থানায় লিখিত অভিযোগ করার কথাও জানান তিনি। এখন পর্যন্ত যতটুকু খবর এই প্রতারক দল ৪ জনের একাউন্ট থেকে প্রায় ৪৭২০০০ হাতিয়ে নিয়েছে এবং ইতিমধ্যেই এই ৪ জন মিলিয়ে মোট ৫ টি মামলা হয়েছে উক্ত বিষয়ে উত্তর জেলার বিভিন্ন থানায়। এখন দেখার বিষয় প্রতারকদের খপ্পর থেকে পুলিশ কিভাবে আমজনতা কে বাঁচায়। মানুষ কিন্তু এই প্রতারকদের কারণে বারবার প্রতারিত হচ্ছেন। তাতে অবশ্য সচেতনতা এরও কিছুটা খামতি রয়েছে।
0 Comments