মাঘ মাসে পৌষ সংক্রান্তি !! ভুল নতুন ছাপা রাজ্য সরকারের ক্যালেন্ডারে।


IIW : নিজস্ব প্রতিনিধি, আগরতলা :- ২০১৯ সা‌লে মাঘ মা‌সে পালন কর‌তে হ‌বে পে‌ষৈ সংক্রা‌ন্তি। সরকারী কে‌লেন্ডার বল‌ছে এমনটাই। নতুন সরকা‌রের আম‌লে এবার সরকারী কে‌লেন্ডা‌রেও ভুল। ইতিম‌ধ্যেই বিষয়‌টি সোশাল মি‌ডিয়‌ায় ভাইরালও হ‌চ্ছে। প্রশ্ন উঠ‌ছে সরকারী আমলা‌দের ভূ‌মিকা নি‌য়েও। ত্রিপুরা সরকারের পক্ষ থেকে ছাপা নতুন ২০১৯ সালের সরকারী ক্যালেন্ডারে পৌষ মাস ২৯ দিনের দেখাচ্ছে । তাহ‌লে কি পৌষ সংক্রান্তি পালন করা হবে ১ লা মাঘ (অর্থাৎ ১৫ জানুয়ারী,২০১৯ যেটা সরকার Restricted Holiday) হিসেবে ঘোষণা করেছে !! মাঘ মাসে পৌষ সংক্রান্তি !!
সরকারী ক্যালেন্ডার‌ে এই মস্তবড় ভুলের ব্যাখ্যা কি হ‌তে পা‌রে? আগে গে‌লে বা‌ঘে খায়, তাই এবার থে‌কে না হয় পৌষ সংক্রা‌ন্তি পালন করুন পৌষ‌ে নয় মা‌ঘে।

Post a Comment

0 Comments