সারা রাজ্যে চলছে উৎসবের মেজাজে নগর নিগম,পুর নিগম,নগর পঞ্চায়েত উপনির্বাচন।


 IIW : দয়ানন্দ চৌধুরী ,নিজস্ব প্রতিনিধি, পানিসাগর :-
আজ ২৭ ডিসেম্বর সারা রাজ্যে চলছে উৎসবের মেজাজে নগর নিগম,পুর নিগম,নগর পঞ্চায়েত উপনির্বাচন। প্রতিটি ভোট কেন্দ্রেই সকাল থেকে লোকজনরা তাদের গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে ব্যাস্ত। সারা রাজ্যের সাথে উত্তরের পানিসাগরেও অনুষ্ঠিত হচ্ছে উপ নির্বাচন। পানিসাগরের নগর পঞ্চায়েতের মাঠে এগারোটি আসনে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। কড়া নিরাপত্তাতে শান্তি শৃঙ্খলার মধ্য দিয়েই চলছে ভোট পর্ব। জানা গেছে সকাল প্রায় এগারোটা ত্রিশ পর্যন্ত পানিসাগরের প্রত্যকটি ভোট কেন্দ্র মিলিয়ে ৪১% ভোট পড়েছে এবং অনুমান করা হচ্ছে ৭৫থেকে ৮০শতাংশ ভোট পরবে। এস ডি এম নিজেই পানিসাগরের নগর পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করছেন। প্রত্যেকটি ভোট কেন্দ্রেই বিগত দিনের তুলনায় ১জন করে অতিরিক্ত ভোট কর্মী নিয়োগ করা হয়েছে।মোতায়ন করা হছে ৮ জন করে টি এস আর । সব মিলিয়ে পানিসাগরে শান্তিপুর্ন নির্বাচন পরিলক্ষিত হয়েছে।

Post a Comment

0 Comments