ছাত্র সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত খোয়াই কলেজ।


IIW : নিজস্ব প্রতিনিধি, আগরতলা :- ছাত্র সংঘর্ষের ঘটনার উত্তপ্ত খোয়াই কলেজ। ঘটনাটি ঘটে পরীক্ষা চলাকালীন সময়ে খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজ চত্বরে। ঘটনার বিবরণে জানা গেছে, খোয়াই কলেজে পরীক্ষা শেষ করে বাইরে আসতেই তিন বহিরাগত দুষ্কৃতিকারীদের দ্বারা আক্রান্ত হয় তৃতীয় সেমিস্টারের এক ছাত্র। ঘটনার খবর পেয়ে ছুটে আসে এবিভিপি কর্মী সমর্থকরা। শুরু হয় ঐ তিন বহিরাগত আক্রমণকারীদের সাথে মারপিট। জানা গেছে, ঐ তিন বহিরাগত আক্রমণকারীরা এস এফ আইয়ের সমর্থক। এবিভিপি এবং এসএফআইয়ের সংঘর্ষে মূহুর্তের মধ্যে কলেজ চত্বর রণক্ষেত্রের রূপ নেয়। খবর পেয়ে কলেজে ছুটে আসে পুলিশ। শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা গেছে, বর্তমানে খোয়াই কলেজে পরিস্থিতি শান্ত হলেও একটা চাপা উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

Post a Comment

0 Comments