IIW : বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- ফেন্সিডিল সহ এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে, চুরাইবাড়ি থানা এলাকার শ্মশান কালীবাড়ি সংলগ্ন এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ওই এলাকার বাসিন্দা যীশু সাহানির বাড়ি থেকে ৩৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। এদিকে পুলিস নেশা সামগ্রীগুলো উদ্ধার করার সময় পালিয়ে যায় ওই এলাকার কুখ্যাত ফেন্সি কারবারি জাকির হোসেন। কিন্তু পালিয়েও শেষ রক্ষা হয়নি। গ্রেপ্তার করা হয় জাকির হোসেনকে। জানা গেছে, পূর্বতন সরকার বাম আমলে জাকির এলাকার ফেন্সি পাচারের কাজে যুক্ত ছিল। জাকিরের বাড়ি থেকে আগেও পুলিশ অভিযান চালিয়ে পিস্তল উদ্ধার করেছে। গতকাল গোপন খবরের ভিত্তিতে চুরাইবাড়ি থানার পুলিশ এই অভিযান চালায়। পুলিশ জানায় আগামী দিনেও এই ধরণের অভিযান জারি থাকবে।
0 Comments