IIW : বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- রাজা বদলেছে কিন্তু রাজ্য বদলায়নি। দুর্ভোগে যেমন ছিল তেমনি আছে ধর্মনগরের কাকরি পারের বাসিন্দাদের। ধর্মনগর পুর পরিষদের ২২ ও ২৩ নং ওয়ার্ডের ৮০-৯০ টি পরিবারের লোকজনদের চলাফেরা করতে হয় ভাঙ্গা কাঠের সেতু দিয়ে। যে কোন সময় এটি ভেঙ্গে যেতে পারে। জীবনের ঝুঁকি নিয়ে স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী থেকে আবাল বৃদ্ধ বনিতা সেতু পার হচ্ছেন এই ভাঙ্গা কাঠের সেতু দিয়ে, কিন্তু উদাসীন দপ্তর। বিগত বাম আমলে না জানি কত বার ডেপুটেশন স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী, তখন বর্তমান শাসক দলের অনেক নেতাই ব্রীজটি সংস্কারের দাবী করেছিলেন। কিন্তু আজ ক্ষমতার পালাবদল হয়েছে শাসক দল যারা ২৫ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে মানুষকে বঞ্চনা থেকে অবসান দেওয়ার কথা বলেছিল তাদের আমলেই মানুষ বুঝতে পেরেছে এরা সব একই মুদ্রার এপিট ওপিট। আসলে ক্ষমতা দখলই তাদের মুখ্য উদ্দেশ্য।
ভাঙ্গা সেতুর কারণে যে কোন সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। উল্লেখ্য এক বছর আগে এই ভাঙ্গা ব্রিজ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছিল। এখন যদি নতুন কোন ঘটনা ঘটে দায়ভার নেবে কে? প্রশ্নটা তোলা রইলো।
0 Comments