IIW : বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :-কুকিতল সাবরুম দ্বিতীয় বিকল্প সড়কে ফের নেশা সামগ্রী আটক। আসাম আগরতলা জাতীয় সড়কে যেভাবে রুটিন তল্লাশি হত ঠিক সেইভাবেই বর্তমানে বিকল্প সড়কে পুলিশ তল্লাশি চলছে প্রতিদিন। যার ফলস্বরূপ হিরোইন সহ তিন যুবককে আটক করে পুলিশ। ঘটনার বিবরণে প্রকাশ বৃহস্পতিবার রাত্রি সাড়ে ১০ ঘটিকা নাগাদ ত্রিপুরা সীমান্তের জেরজেরি গেইটে টি আর ০৫-০৩৭৬ নাম্বার এর একটি অল্টো গাড়ি আটক করে পুলিশ। অল্টো গাড়ি এর ভিতরে ছিল হিরোইন। ধৃত তিন যুবকের নাম মিন্টু দাস (২২) পিতা শংকর দাস, ভাগ্যপুর ধর্মনগরের বাসিন্দা, প্রসেনজিৎ মৎস্য দাস(২৭) পিতা স্বপন দাস, কামেশ্বর সাউথ হুরুয়ার বাসিন্দা, অপরজন রিঙ্কু নাথ(২৬) পিতা অরুন নাথ, জেলরোড মনতলার বাসিন্দা। তাদের কাছ থেকে ২৬ গ্রাম হেরোইন ও ৩০০ টি খালি কন্টেনার পায় পুলিশ। ডিআইজি নর্দান রেঞ্জ এর নেতৃত্বে আজকের এই অভিযান। সীমান্ত সড়ক কুকিতল সাবরুম ও কুকিতল তারকপুর সড়কে এখন থেকে প্রতিনিয়ত পুলিশ টহলদারি চলছে। মূলত রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর নির্দেশে এই সীমান্ত সড়ক গুলিতে নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে। ডিআইবি ডিএসপি বিক্রম জিৎ শুক্ল দাস জানান, আটক হওয়া তিন ব্যক্তি ধর্মনগরেই তাদের কাছ থেকে ২৬ গ্রাম হিরোইন পাওয়া গেছে যার বাজার মূল্য আনুমানিক লক্ষাধিক টাকা। তারা আসাম থেকে এই নেশা সামগ্রী গুলি ত্রিপুরায় নিয়ে আসছিল।ধৃত তিন যুবক বর্তমানে কদমতলা থানার হেফাজতে রয়েছে।
0 Comments