IIW : বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- বড়দিনের আনন্দ, শহরে বেপরোয়া বাইক চলাচল। মদ খেয়ে আনন্দে বিভোর যুবকরা। এ কেমন সংস্কৃতি। বড় দিনের রাতে ধর্মনগর দিঘির পাড়ে বাইক ও অল্টো গাড়ীর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই যুবক। TR 05- 8042 নাম্বারের বাইকটি সজোরে ধাক্কা মারে একটি অল্টো গাড়ী কে। দ্রুত গতিতে থাকার কারণে ছিটকে পড়ে দুই বাইক আরোহী। এদের নাম ধনঞ্জয় দেব (২৪) ও অপরজন বিজয় পাল, দুইজনের বাড়ি আলগাপুর এ। ঘটনার পর পালিয়ে যায় অল্টো গাড়ীর চালক। দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আহতদের ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে। এদের অবস্থা গুরুতর। মদমত্ত অবস্থায় বাইক চালিয়ে ছিল বলে অভিযোগ। বর্তমানে এই দুই যুবক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। প্রসঙ্গত ট্রাফিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ধর্মনগর শহরের কিছু যুবক বেপরোয়াভাবে বাইক চালাছে। আর তাতে ঘটে যাচ্ছে দুর্ঘটনা। কিন্তু ট্রাফিক বাবুদের কোন হেলদোল নেই।
0 Comments