IIW : আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জির স্বচ্ছ ভারত অভিযান এবং ধর্মনগরের মাননীয় বিধায়ক তথা ত্রিপুরা রাজ্যের বিধানসভার মাননীয় উপাধ্যক্ষ শ্রী বিশ্ব বন্ধু সেন এর " ক্লিন ধর্মনগর, গ্রীন ধর্মনগর, লাভ ধর্মনগর " এর স্বপ্ন স্বপ্নই থেকে গেলো। ধর্মনগর এর মূল আকর্ষণ কালিবাড়ির দিঘীর পাড় এলাকায় এই অবস্থা। এর পাশেই রয়েছে ধর্মনগরের মাননীয় উপাধ্যক্ষ এর লাগানো " ক্লিন ধর্মনগর, গ্রীন ধর্মনগর, লাভ ধর্মনগর"এর এল ই ডি। তার পরেও কেনো এইরকম অবস্থা প্রশ্নটা তোলা রইলো ?
0 Comments