উদয়পুর মহকুমায় মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপাই এর ৯৪ তম জন্মবার্ষিকী পালিত হলো।


IIW : নিজস্ব প্রতিনিধি, প্রসেনজিৎ দে, উদয়পুর :- সারাদেশের সঙ্গে উদয়পুর মহকুমায় মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপাই এর ৯৪ তম জন্মবার্ষিকী পালিত হলো। মঙ্গলবার উদয়পুর মহকুমায় মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চন্দ্রপুর কলোনী বাজারে চন্দ্রপুর কলোনি পঞ্চায়েত এবং ইন্দিরা নগর পঞ্চায়েত এর যৌথ উদ্যোগে পালন করা হলো অটল বিহারী বাজপাই এর জন্মদিন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাতাবাড়ি বিধানসভার বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, ভারতীয় জনতা পার্টির মাতাবাড়ি মন্ডলের সভাপতি ভজন শীল, সহ-সভাপতি বিনয় দাস এবং ইন্দিরা নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান রিনা ঘোষ আর ও বিশিষ্ট ব্যক্তিরা। পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। বিধায়ক বিপ্লব ঘোষ বলেন নতুন ভারত গড়ার জন্য বাজপাই যে পথ দেখিয়ে গেছেন সেই পথেই আমরা চলব, ভারতকে উন্নয়নের যে স্বপ্ন দেখিয়েছিলেন সেই পথেই ভারত কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিজেপি সরকার কাজ করে চলছে। 

Post a Comment

0 Comments