কৈলাসহর পূর্ব কামরাঙ্গাবাড়ী-তে অনুষ্ঠিত হল মহারুদ্র যজ্ঞ, ধর্মসভা, দীক্ষা ও উপনয়ন প্রদান অনুষ্ঠান।


IIW : দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর :-উড়িষ্যার ক্যায়ারব্যাঙ্ক মঠের অধ্যক্ষ পরম পূজ্য গুরুদেব মহন্ত স্বামী শিবনাথজী মহারাজের উপস্থিতিতে কৈলাসহর পূর্ব কামরাঙ্গাবাড়ী-তে অনুষ্ঠিত হয় মহারুদ্র যজ্ঞ, ধর্মসভা, দীক্ষা ও উপনয়ন প্রদান অনুষ্ঠান। ধর্মসভায় বক্তব্য রাখতে গিয়ে শিবনাথজী মহারাজ বলেন নাথ শুধু একটি জাতি নয়, নাথ একটি ধর্ম। দেশ বিদেশে বিভিন্ন জাতির মানুষ এই নাথ ধর্ম গ্রহন করেছে। সুদূর প্রাচীন কাল থেকে এই নাথ ধর্ম সারা বিশ্বে সমাদৃত। তিনি এই প্রসঙ্গে বলেন বর্তমান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী অাদিত্যনাথও নাথ ধর্ম গ্রহন করেছেন, তিনি পূর্বে অন্য সম্প্রদায়ের ছিলেন। দেশের  বিভিন্ন রাজ পরিবার এই ধর্ম গ্রহন করেছিলেন। ইতিমধ্যেই শিবনাথজী মহারাজ বিশালগড়, মোহনপুর, রানীরবাজার, খোয়াই সফর শেষ করেছেন, অাগামী কাল সোনাইমুড়ি, পর্যায়ক্রমে কদমতলা, পানিসাগর, কাঞ্চনপুর সহ রাজ্যের অন্যান্য স্থানে মহারাজী সফর করবেন। এবছর রাজ্যের মূল অনুষ্ঠানটি হবে ধর্মনগর পদ্মপুরস্থিত শিব গোরক্ষমঠে ৩০-৩১ ডিসেম্বর দুদিন ব্যাপী। ৩১ ডিসেম্বর শিবনাথজী মহারাজ এর পূন্য জন্মদিন পালিত হবে মহা সমারোহে। অাজকের কৈলাসহর অনুষ্ঠানের উদ্যোক্তা মহাযোগী গোরক্ষনাথ যোগাশ্রম সংঘ, কৈলাসহর শাখা।

Post a Comment

0 Comments