IIW : বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- যাত্রী বাহি ট্রেন থেকে আবারো উদ্ধার নেশা সামগ্রী। ঘটনার বিবরণে প্রকাশ - শিলচর থেকে আগরতলা গামী যাত্রী বাহি ট্রেন থেকে ত্রিলভূম স্টেশন এলাকা থেকে ২১৬ বোতল ফন্সিডিল উদ্ধার করে আর পি এফ। যার বাজার মুল্য ৩৫ হাজার টাকা। রুটিন তল্লাশির সময় রেল পুলিশ এর সন্দেহ হয়। ট্রেনের একটি কামরার মধ্যে একটি ব্যাগের ভিতর মিলে এই ফেন্সিডিল গুলি। উদ্ধার হওয়া ফেন্সিডিল গুলি ধর্মনগর আর পি এফ স্টেশনে নিয়ে আসা হয়। মাল গুলির মালিক পাওয়া যায়নি। আজ কাল রেল পথ ব্যাবহার করে নেশা কারবারীরা তাদের বানিজ্য চালাচ্ছে।
0 Comments