৫ লক্ষাধিক টাকার অবৈধ কাঠ উদ্ধার করেছে ত্রিপুরার গোয়েন্দা বিভাগ।


IIW : বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- কদমতলার কালাগাঙ্গেরপাড় থেকে প্রায় ৫ লক্ষাধিক টাকার অবৈধ কাঠ উদ্ধার করেছে ত্রিপুরার গোয়েন্দা বিভাগ। জানা গেছে কদমতলা থানা‌ধিন কালাগাঙ্গেরপাড় গ্রামের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা আরিফুল হক দীর্ঘ দিন ধরে নিজ বাড়িতে অবৈধভাবে কাঠের ব্যবসা চালিয়ে আসছেন। কিন্তু বন বিভাগ ছিল নির্বিকার। অবশেষে গোয়েন্দা বিভাগের তৎপরতায় এবং কদমতলা পুলিশ ও বন বিভাগের সহযোগিতায় সোমবার আরিফুল হকের বাড়িতে হানা দিয়ে প্রচুর পরিমাণে অবৈধ কাঠ উদ্ধার করা হয়। সেগুন, সরল সহ অন্যান্য মূল্যবান কাঠ উদ্ধার করা হয়। জব্দ করা কাঠের বাজার মূল্য প্রায় ৫ লক্ষাধিক টাকা হবে বলে জানা গেছে। তবে কাউকে আটক করার খবর নেই। উদ্ধার করা কাঠ গুলো ধর্মনগরে ফরেস্ট ডিভিশনে নিয়ে যাওয়া হয়েছে।

Post a Comment

0 Comments