IIW : বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন এর মধ্যস্থতায় শেষ হলো দীননাথ নারায়নী বিদ্যামন্দিরের জটিলতা। শুক্রবার ধর্মনগরের বহু পুরনো শিক্ষা প্রতিষ্ঠান দীননাথ নারায়নী বিদ্যামন্দিরের দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্র দের হাঙ্গামায় অস্থির পরিবেশ সৃষ্টি হয়েছিল। তাদের দাবি ছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের অনুত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের পাশ করিয়ে দেওয়া। এই দাবি নিয়ে বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় ফেল করা ছাত্র ছাত্রীরা দফায় দফায় রাস্তা অবরোধ এবং বিদ্যালয় এর গেইটে তালা ঝুলিয়ে ছিল। অবশেষে বিদ্যালয় এর শিক্ষকমন্ডলী সোমবার অনুত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের অভিভাবক সহ বিদ্যালয়ের পরিচালন কমিটির উপস্থিতিতে আলোচনার মাধ্যমে এই বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে বলে জানিয়েছিল। অবশেষে আজ সোমবার রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন এর উপস্থিতিতে পরিচালন কমিটি ও অভিভাবকদের নিয়ে আলোচনা সাপেক্ষে বিদ্যালয়ের শিক্ষকমন্ডলীর গৃহীত সিদ্ধান্তই বহাল থাকলো। পাশাপাশি মাননীয় উপাধ্যক্ষ ছাত্রদের অনৈতিক দাবি সম্পর্কে নিন্দা প্রকাশ করছেন। তিনি আশা ব্যক্ত করেন যে এই ধরনের ঘটনা আর হবে না, বিদ্যালয় এর সুষ্ঠু পরিবেশ ফিরে আসুক এবং ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনায় মনোযোগী হয়ে ভালো ফল করতে পারে।
0 Comments