অবৈধ ফেন্সিডিল সহ আটক দুই পান্ডা।


 IIW : দয়ানন্দ চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, পানিসাগর :- রবিবার দুপুর আনুমানিক ১ টা বেজে ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পানিসাগর মহাকুমার দামছড়া থানা এলাকার রাধা কিশোরপুর থেকে অবৈধ ফেন্সিডিল সহ দুই পান্ডা কে আটক করা হয়। ঘটনার বিবরণে জানা যায় যে, গোপন খবরের ভিত্তিতে দামছড়া থানার বড়বাবু অমল দেববর্মা বিশাল পুলিশবাহিনী নিয়ে উৎ পেতে বসে থাকেন। ধৃত অভিযুক্তরা কোন কিছু বুঝে উঠার আগেই মাল সমেত পুলিশ তাদের আটক করে।পাচার কাজে ব্যবহৃত একটি বাইকও আটক করা হয়। ধৃত দের কাছ থেকে মোট ৮০ বোতল ফেন্সিডিল ও করেক্স বাজেয়াপ্ত করা হয়। যার বাজার মূল্য প্রায় ১০ হাজার টাকার উপর হবে বলে অনুমান। ধৃত দুই যুবক মলয় দেবনাথ (৪৫), পিতা মৃত হরেন্দ্র চন্দ্র দেবনাথ বাড়ি কাঞ্চনপুর লালজুড়ি এলাকায়, এবং রাজেশ রায়(৩৩), পিতা ফনি ভূষণ রায়, বাড়ি পেচারথল থানাধিন মাছমাড়া এলাকায়। তাদের ধর্মনগর আদালতে তোলা হয়েছে আজ। বর্তমানে তারা পুলিশ রিমান্ডে রয়েছে।

Post a Comment

0 Comments