IIW : আবির রায়, নিজস্ব প্রতিনিধি, আগরতলা :- এক মহিলার স্কুটির সিটের নীচ থেকে নগদ ৮ লক্ষ টাকা নিয়ে গেছে তস্করের দল। ঘটনাটি ঘটেছে ওএনজিসি এসবিআই শাখার সামনে। জানা গেছে, সোমবার দিনদুপুরে ওএনজিসি এসবিআই শাখার সামনে থেকে জাহানারা বেগম নামের এক মহিলার স্কুটির সিটের নীচ থেকে ৮ লক্ষ টাকা চুরি করে চম্পট দিয়েছে ছিনতাইবাজরা। জাহানারা বেগম জানান, তিনি স্কুটির সিটের নীচে ৮ লক্ষ টাকা রেখে এসবিআই-এর ওএনজিসি কলোনি ব্রাঞ্চে গিয়েছিলেন। কাজ শেষ করে ফিরে এসে দেখেন স্কুটির সিটের লক ভাঙা এবং ভিতরে টাকা নেই। সঙ্গে-সঙ্গে তিনি আমতলি থানার পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমতলি থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। আশা করা যায় অচিরেই এর কিনারা করা যাবে। সিসি ক্যামেরার সহায়তা নেওয়া হচ্ছে।
0 Comments