১৩২ তম ৫ দিন ব্যাপী প্রত্যেকরায় পৌষমেলা ও সংহতি উৎসব ও প্রত্যেকরায় রাধামাধব কমিউনিটি হলের উদ্বোধন করেন সস্ত্রিক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।


IIW : বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- ১৩২ তম ৫ দিন ব্যাপী প্রত্যেকরায় পৌষমেলা ও সংহতি উৎসব ও প্রত্যেকরায় রাধামাধব কমিউনিটি হলের উদ্বোধন করেন সস্ত্রিক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, এছাড়াও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উত্তর জেলার জেলা শাসক রাভেল হেমেন্দ্র কুমার, মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী, পানিসাগর কেন্দ্রের বিধায়ক বিনয় ভূষণ দাস, মেলা কমিটির পক্ষে প্রদীপ কুমার নাথ প্রমুখ। এর আগে এই উত্তর জেলার সবচেয়ে বড় মেলায় রাজ্যের কোন মুখ্যমন্ত্রী আসেননি তবে ৮০ বছর আগে এই মেলায় হাতি করে অবিভক্ত ভারতের বাংলাদেশ হয়ে রাজ্যের শেষ রাজা বিরবিক্রম কিশোর মাণিক্য এই মেলায় আসেন বলে জানা যায়। ১৩২ বছর পুরনো এই মেলায় রাজ্য সরকারের পক্ষ থেকে মেলাকে সমস্ত রকমের সহযোগিতা করা হয়। পাশাপাশি এই মেলাকে নেশা মুক্ত ও জুয়া মুক্ত রাখার উপর জোর দেওয়া হয়। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তার ভাষণে বলেন সরকারী স্কুলে আগে মানুষ পড়াতে চাইতেন না এখন মানুষ সরকারী স্কুলে পড়ানোর জন্য উদ্যোগী হয়েছেন কারণ সরকারের সিদ্ধান্তের কারনে টেডের মাধ্যমে যে শিক্ষক নিয়োগ করা হয়েছে তারা আগে সকলে সরকারী চাকুরি না পেয়ে বেসরকারি স্কুলে পড়াতেন এখন তারা চাকরী পেয়ে সরকারী স্কুলে গেছেন তাই এখন সকলে সরকারী স্কুলে পড়াতে চাইছেন। মুখ্যমন্ত্রী বলেন দশ মাসের সরকারের উপর আস্তা রাখুন যে দায়িত্ব আপনারা আমাকে দিয়েছেন তা আমি অক্ষরে অক্ষরে পালন করবো। তিনি বলেন কেন্দ্র সরকারের উজ্জ্বলা যুজনার প্রকল্পে বিগত সরকারের আমলে ৩৪ হাজার গ্যাস কানেকশন দেওয়া হয়েছে। আর এই দশ মাসের সরকার ২লক্ষ গ্যাস কানেকশন দিয়েছে।

Post a Comment

0 Comments