পৌষ সংক্রান্তির আনন্দ শুরু হতে না হতেই দুর্ঘটনা শুরু হয়েছে উত্তর জেলায়।


IIW : বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- পৌষ সংক্রান্তির আনন্দ শুরু হতে না হতেই দুর্ঘটনা শুরু হয়েছে উত্তর জেলায়। ধর্মনগর মহকুমায় কৃষি দপ্তরে কর্মরত সন্দীপ পাল ধর্মনগর থেকে TR02 E 0337 অয়াগনার গাড়ি করে কৈলাসহর যাওয়ার সময় অপর দিক থেকে বাইকে করে প্রচণ্ড গতিতে পৌষ সংক্রান্তির আনন্দে বিভোর হয়ে ধর্মনগর আসার সময় দুই যুবক হাফলং সংকট মুছন মন্দির সংলগ্ন এলাকায় বেলা সাড়ে ৩টা নাগাদ গাড়িতে ধাক্কা মারে, গাড়ির গতি কম থাকায় ধাক্কা লাগার সঙ্গে মাটিতে লুটিয়ে পরে বাইক চালক বাবুল মালাকার (৪৯)ও সঙ্গে থাকা সুরেশ রুদ্রপাল (৩২) । ঘটনায় গুরুতর আহত হয় বাবুল মালাকার তার মাথায় ১০টি সেলাই লাগে ও ডান হাতে প্রচণ্ড আঘাত লাগে। বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসা চলছে বাবুল মালাকারের। আজ বেশ কয়েকবার দমকলের ইঞ্জিন শহরে ঘুরাঘুরির শব্দ শুনা যায়। এই পৌষ সংক্রান্তি যাতে ভালো ভাবে সকলে কাটাতে পারে তার জন্য পুলিসকে সজাগ সতর্ক ভূমিকা পালন করতে হবে। না হলে আজ পৌষ সংক্রান্তির আনন্দ অনেক জনের জন্য নিরানন্দের কারণ হতে পারে। কারণ নেশা গ্রস্ত অবস্থায় বাইক কিংবা গাড়ি চালালে দুর্ঘটনার শিকার যে কেউ হতে পারে।

Post a Comment

0 Comments