খেলো ইন্ডিয়ায় স্বর্ণ পদক রাজ্যের মেয়ে অস্মিতার।


IIW : আগরতলা :-খেলো ইন্ডিয়ায় রাজ্যের জন্য স্বর্ণ পদক নিয়ে এলো অস্মিতা পাল। রাজধানীর আগরতলার মহাত্মা গান্ধী স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী অস্মিতা। মহারাষ্ট্রের পুনেতে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া জিমন্যাস্টিক্সের ভল্টিং বিভাগে প্রথম স্থানাধীকার অর্জন করে অস্মিতা। তবে এই দিন অস্মিতা ছাড়া রাজ্যের আর ক্রীড়াবিদ পদক পায়নি। পাঁচটি ইভেন্টে দল পাঠিয়েছিল ত্রিপুরা।এখন পর্যন্ত জিমন্যাস্টিক্স থেকে চারটি এবং জুডো থেকে একটি একটি পদক এসেছে। জানা গেছে, জিমন্যাস্টিক্সে অস্মিতার স্বর্ণ পদক অর্জনে তার বাবা ও মা খুবই খুশি। শুধু তাই নয় অস্মিতার কোচ থেকে শুরু অন্যান্য ক্রীড়াবিদরা সবাই খুশি।

Post a Comment

0 Comments