IIW : আগরতলা :- নেশা বিরোধী অভিযান পুলিশের জারি রয়েছে। আবারো নেশা বিরোধী অভিযানে রাজ্যের পুলিশ সাফল্য পেয়েছে। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ব্রাউন সুগার সহ ২ নেশা কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, রবিবার সকালে তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে ৮০০ গ্রাম নিষিদ্ধ মাদক ও নগদ ১ লাখ ৩৯ হাজার টাকার নেশা সামগ্রী উদ্ধার করে পুলিশ। জানা গেছে, জেলা পুলিশ সুপার অজিত প্রতাপ সিং এর নেতৃত্বে এই অভিযান করা হয়। পুলিশ সুপার অজিত প্রতাপ সিং জানায় গোপন খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। আগামী দিনেও নেশা কারবারিদের বিরুদ্ধে অভিযান জারি থাকবে বলে জেলা পুলিশ সুপার অজিত প্রতাপ সিং জানান।
0 Comments