IIW : বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- স্বামী বিবেকানন্দজীর ১৫৬ তম জন্ম জয়ন্তী উপলক্ষ্যে ABVP ধর্মনগর শাখার উদ্যোগে সপ্তাহ ব্যাপী কার্যক্রম হাতে নেওয়া হয়। তারই অঙ্গ হিসাবে গতকাল সকালে ধর্মনগর জেলা শাসক অফিস সংলগ্ন স্বামীজীর মর্মর মূর্তিতে মাল্যদান করা হয় এবং সন্ধ্যায় মশাল মিছিলের মাধ্যমে সপ্তাহ ব্যাপী কার্যক্রমের সূচনা করা হয়। সপ্তাহ ব্যাপী অনুষ্ঠান মালায় রয়েছে বসে আঁকো প্রতিযোগিতা, শীত বস্ত্র-বিতরণ, আলোচনা সভা ইত্যাদি।
0 Comments