IIW : বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- স্বামী বিবেকানন্দজীর জন্মবার্ষিকী এবং স্বামী বিবেকানন্দ সমাজ সেবী সংঘের ২য় বর্ষ পূর্তি উপলক্ষ্যে ৪০ জন গরীব মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। শনিবার দেওয়ানপাশা স্বামী বিবেকানন্দ সমাজ সেবী সংঘের কার্যালয়ে হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রমের ত্রিপুরার ভারপ্রাপ্ত স্বামী অচলানন্দ মহারাজ জী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষিকা সুপ্তা পুরকায়স্থ, স্বামী বিবেকানন্দ সমাজ সেবী সংঘের সভাপতি ভবতোষ দত্ত ও সম্পাদক নিহারেন্দু দেবনাথ প্রমুখ। এই অনুষ্ঠানে দেওয়ানপাশার এক শিশুকন্যার পড়াশুনার দায়িত্ব গ্রহণ করে প্রনবান্দ বিদ্যামন্দিরের সহযোগিতায় স্বামী বিবেকানন্দ সমাজ সেবী সংঘ। এই সংস্থা বিগত দুই বছর ধরে বিভিন্ন সমাজ সেবা মূলক কাজ করে যাচ্ছে বলে জানান সংস্থার কর্মকর্তারা।
0 Comments