অবশেষে পুলিশের হাতে ধরা পড়ল সুমিতা।



IIW : দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর :- গোপন সংবাদের ভিত্তিতে কৈলাশহর মহিলা থানার O.C শিউলি দাস বড় ধরণের ড্রাগস (হিরোইন) এর রেকেট এবং সেক্স রেকেটের মূল মহিলা পান্ডা কে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার গভীর রাতে কৈলাশহর হাসপাতাল কোয়াটারে হানা দেয় O.C শিউলি দাস। এই কোয়াটারে থাকে জেলা হাসপাতালের সিনিয়র নার্স তপা ভট্টাচার্য এবং তার পরিবার, তপা দেবীর স্বামী পাঁচ বছর পূর্বে মারা যায়। তপা দেবীর এক ছেলে এবং এক মেয়ে, ছেলে মহারাষ্টে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে, যার ফলে এই কোয়াটারে তপা দেবী উনার পঁচিশ(২৫) বছরের একমাত্র মেয়ে সুমিতাকে নিয়ে থাকেন। O.C গভীর রাতে কোয়াটারে ঢুকে বেশ কিছু পরিমান হিরোইন, ইঞ্জেকশনের সিরিঞ্জ এবং কিছু অবৈধ জিনিস উদ্ধার করে। পুলিশ সঙ্গে সঙ্গেই সুমিতাকে মহিলা থানায় নিয়ে এসে সারারাত্র জিজ্ঞাসাবাদ করে। টানা জিজ্ঞাসাবাদ করে জেলা আদালতে প্রেরণ করে। O.C শিউলি দাস জানায়, সুমিতা অনেক দিন ধরেই হিরোইন ব্যবহার করে এবং হিরোইন ব্যবসার সাথেও জড়িত। তবে সুমিতার সঙ্গে আরোও কয়েকজন জড়িত আছে বলে পুলিশ জিগ্গাসাবাদে সুমিতা স্বীকার করে। সুমিতা ড্রাগসের পাশাপাশি নিজে দেহ ব্যবসার সঙ্গেও জড়িত। সুমিতার বিরুদ্ধে কৈলাশহর থানায় মামলা নেয় পুলিশ। মামলার নম্বরটি হল ০০৪/kls/P.S/২০১৯. 22B/25/29 NDPS Act - এই ধারাগুলি পুলিশ মামলায় প্রয়োগ করে। O.C শিউলি দাশ জানায়, পুলিশের পক্ষে আদালতে জুডিশিয়াল রিমান্ডের দাবী করা হয়েছে। বহুদিন ধরেই হাসপাতাল কোয়াটারে ড্রাগস, মদ এবং সেক্সের আড্ডা বসত। অবশেষে পুলিশের হাতে ধরা পড়ল সুমিতা।

Post a Comment

0 Comments