IIW : আগরতলা :- কংগ্রেসে ফিরে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মণ। কংগ্রেসের নব নিযুক্ত সভাপতি প্রদ্যোত কিশোর দেববর্মণ শনিবার আগরতলায় ফেরার পর তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মণের সাথে দেখা করতে তার বাসভবনে যান। সেখানে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মণের সাথে কংগ্রেসের নব নিযুক্ত সভাপতি প্রদ্যোত কিশোর দেববর্মণ দীর্ঘক্ষণ বৈঠক করেন। বৈঠক শেষে কংগ্রেসে ফিরে যাওয়ার কথা ঘোষণা করেন সমীর রঞ্জন বর্মণ। এদিন তাকে ফুলের তোরা দলে বরণ করে নেন কংগ্রেসের নব নিযুক্ত সভাপতি প্রদ্যোত কিশোর দেববর্মণ। উল্লেখ্য ২০১৬ সালে তৃণমূল কংগ্রেসের সভায় যাওয়াতে সমীর রঞ্জন বর্মণকে ৬ বছরের জন্য বরখাস্ত করেছিল এআইসিসি।
0 Comments