IIW : নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- রেলপথ কিংবা সড়ক পথ রাজ্যের প্রতিটি যোগাযোগ ব্যবস্থাকেই গাজা কারবারিরা পাচারের মাধ্যম হিসেবে ব্যবহার করে আসছে বহুদিন যাবত। যতই পাচার বাড়ছে সরকার কঠোর হস্তে দমন করার চেষ্টাও করছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় প্রতিদিনই ধরা পড়ছে ব্যাপকসংখ্যক গাজা। ঠিক তেমনি আজ ধর্মনগর RPF জওয়ানরা ট্রেনে রুটিন মাফিক তল্লাসীর সময় আগরতলা – বেঙ্গালরু হামসফর এক্সপ্রেস থেকে লক্ষাধিক টাকা মূল্যের গাঁজা উদ্ধার করে। আটক ৪ জন। এদের মধ্যে ৩ জন মহিলা এবং ১ জন পুরুষ।
0 Comments