একাদশীর ভোরে শহরের প্রান কেন্দ্রে যান দুর্ঘটনা ।




IIW: ধর্মনগর: একাদশীর ভোর মানে দশমীর শেষ রাত। গাড়ী আর বাইক এর দাপাদাপিতে রাত ভর নাজেহাল মানুষ, এর মধ্যেই আজ ভোর বেলা ধর্মনগরের প্রান কেন্দ্র অর্থাৎ কামাক্ষা মিষ্টান্ন ভান্ডারের সামনে ঘটে যায় এক পথ দুর্ঘটনা। টি আর ০৫ সি ০৩৯৩ সুইফ্ট গাড়ী ধাক্কা দেয় এম বি ইলেক্ট্রিকেল এর দেয়ালে। ঘটনা স্থল পরিদর্শন করে সাধারণ মানুষ অনুমান করছেন যে প্রচন্ড গতিতে গাড়ীটি ছুটে না এলে কোন প্রকারেই এ ধরনের দুর্ঘটনা হতে পারে না।

Post a Comment

0 Comments