রেশন বন্ধ হয়ে গেল কাঞ্চনপুর শরণার্থী শিবিরে।



IIW: কাঞ্চনপুর থেকে রুপঙ্কর মগ: নুতন সরকার বন্ধ করে দিলো রেশন। খাদ্যের অভাবে ধুঁকছে  কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত আনন্দবাজার হাজাছরা শরণার্থী শিবির। আজ পাঁচ দিন হল শরণার্থী শিবিরে রেশন পৌঁছে নি। খাদ্যের অভাবে তিন দিন না খেতে পেয়ে অসুস্থ হয়ে আনন্দবাজার হাসপাতালে চিকিৎসাধীন করা হয় শিবিরের বাসিন্দা চেইঙগ্ৰাওহা রিয়াং, পিতা ক্রিপামুহন রিয়াংকে। আমাদের প্রতিনিধির প্রশ্নের জবাবে হাসপাতালের কর্মরত চিকিৎসক ড: জেকশন রিয়াং জানান শরীরে প্রচন্ড দুর্বলতা ও জ্বর আছে। শরণার্থী শিবিরে এখনই যদি কোন ব্যবস্থা না নেওয়া হয় তবে তা বিপদ জনক আকার নিতে পারে বলে ধারণা করা যাচ্ছে।

Post a Comment

0 Comments