IIW: নিজেস্ব প্রতিনিধি: ধর্মনগর: ধর্মনগরের এসডিএম কে সভাপতি বানিয়ে তৈরি করা কমিটি অবৈধ ঘোষণা করলো উচ্চ আদালত। এক প্রেস বিবৃতিতে আজ দুপুরে এমনটাই জানালেন ধর্মনগর মটরস্টেন্ড সংলগ্ন মণিপুরি সম্প্রদায়ের শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুর সেবাশ্রমের পুরোনো বা বৈধ কমিটির সভাপতি গৌরগোপাল ব্যানার্জি। উনি বলেন শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুর সেবাশ্রমের দায়ের করা রিট মামলায় উচ্চ আদালতের মাননীয় বিচারপতি অরিন্দম লোধ, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রশাসনের হস্তক্ষেপ কে বেআইনী বলে আখ্যা দিয়ে এক অন্তর্বর্তী আদেশ জারী করে এ ধরনের হস্তক্ষেপ থেকে বিরত থাকতে নির্দেশ জারী করেছেন। তিনি আরো বলেন, বিগত বছর গুলিতে এই আশ্রম, সমিতি নিবন্ধীকরণ আইন ১৮৬০-এর আওতায় স্বীকৃত পরিচালন কমিটি দ্বারা পরিচালিত। বিগত সেপ্টেম্বর মাসে হটাৎ করে আশ্রমের সাথে জড়িত নয় এমন কিছু মানুষ মিলে অবৈধ ভাবে এক নুতন পরিচালনা কমিটি তৈরি করে যার প্রধান হিসেবে নিযুক্ত করা হয় ধর্মনগরের এসডিএম সাহেব কে। এর পরেই এই অবৈধ কমিটি প্রশাসনের মদতে আশ্রম দখল নেবার চেষ্টা করে । ধর্মীয় প্রতিষ্ঠানে প্রশাসনের হস্তক্ষেপ এর বিরুদ্ধে আশ্রমের বৈধ কমিটি আদালতের দারস্থ হয়। শেষ পর্যন্ত সত্যের জয় হলো, উচ্চ আদালত এসডিএম এর সভাপতিত্বে তৈরী করা কমিটি অবৈধ ঘোষণা করে। আদালতের রায় কে স্বাগত জানিয়ে খুশি ব্যক্ত করেন শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুর সেবাশ্রমের পরিচালন কমিটি।পাশাপাশি রাজনৈতিক প্রভাব খাটিয়ে বর্তমান শাসক দলের এক গোষ্ঠীর দ্বারা মন্দির দখলের বিরুদ্ধে উচ্চ আদালতের রায় শাসক দলকে বেকায়দায় ফেলে দিলো বলে সবাই মনে করছেন।
0 Comments