বাইক নিয়ে বচসার জেরে এক যুবকের মারে আশঙ্কাজনক অবস্থা আরেক যুবকের। ধর্মনগর থানায় মামলা। অভিযুক্ত বিজিত নাথ বাড়ি রাজবাড়ীর মন্ডপ পাড়ায় তাকে আটক করে পুলিশ। শুভ্র দে নামের(২২) বছরের যুবকের চিকিৎসা চলছে শিলংয়ের নিগ্রিমস হাসপাতালে। শুভ্র'এর বাড়ি কদমতলায়। সে 18 অক্টোবর নবমীর রাতে ধর্মনগর শহরে পুজো দেখতে গিয়েছিল। পুলিশের বক্তব্য অনুযায়ী ভোর তিনটে নাগাদ স্কুলের মাঠের গ্যালারির মধ্যে বিজিত নামের যুবকটি শুভ্র কে ডেকে নিয়ে বেধড়ক মারে। যাতে গুরুতরভাবে আহত হয় শুভ্র। শুভ্র'এর বড় ভাই স্বরুপ দে ধর্মনগর থানায় একটি মামলা করেছেন যার ফলশ্রুতিতে পুলিশ বিজিত কে গ্রেপ্তার করে। বাইক নিয়ে বিবাদের জেরেই নাকি এই ঘটনা। আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক। শুভ্র বিজিতের বাইক কিনে ছিল এবং কিছু টাকা বকেয়া থাকায় তাকে মারধর করা হয় বলে অভিযোগ।
0 Comments