ধর্মনগরে পুজো দেখতে এসে নিখোঁজ কৈলাসহরের ছেলে।



কৈলাসহর মহকুমার গবিন্দপুর এলাকার বাসিন্দা বিশ্বজিত পালের ছেলে অমিত পাল দুর্গোৎসবের সপ্তমীর বিকেলে  বাড়ি থেকে ধর্মনগরের উদ্দেশ্যে এসেছিল পুজো দেখতে । তার পর থেকেই সে নিখোঁজ।যদিও ১৯ অক্টোবর কৈলাসহর থানায় ও পরবর্তীতে ২০ অক্টোবর ধর্মনগর থানায় পৃথক দুইটি মিসিং ডাইরি করা হয়েছে।তবে আমিত পালকে না পাওয়া গেলেও বাড়িথেকে নিয়ে আসা বাইকটি ধর্মনগরের  সুনারুবাসা এলাকায় এক ব্যাক্তির কাছে পাওয়া গেছে।এদিকে সেই ব্যাক্তি জানিয়েছেন সপ্তমীর সন্ধ্যায় অমিত আরো এক ব্যাক্তি সহ বাইকটি তারকাছে ৫১ হাজার টাকার বিনিময়ে বিক্রি করেযায়। পুলিশ ইতি মধ্যে বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পাশাপাশি নিখোঁজ অমিতের সহকারীকে ও জিজ্ঞেসা বাদ করে ।সহ কারি জানিয়েছেন সপ্তমীর রাতে অমিত বাইকটি বিক্রি করে রাত প্রায় সাড়ে নটা নাগাদ ধর্মনগর স্টেশন রোডের হোটেল নর্থ কন্টিনেন্টালে রাত্রিযাপনের জন্য উঠে। পুলিশ হোটেল কর্তৃপক্ষকেও ইতি মধ্যে জিজ্ঞেসাবাদ শুরু করেছে।হোটেলের এর রেজিস্টার খাতায় দেখা গেছে সে সপ্তমীর রাতে অর্থাৎ ১৬ অক্টোবর ৯•৪৫ মিনিটে হোটেলে প্রবেশ করে। হোটেল কতৃপক্ষ যদিও বলেছে যে অমিত ১৭ অক্টোবর সকাল ৭ টা নাগাদ হোটেল ছেড়ে বেরিয়ে যান। কিন্তু দেখা গেছে রেজিস্টার বুকে বেরিয়ে যাওয়ার কোন সঠিক সময় লেখা নেই। ফলে হোটেল কতৃপক্ষের ভূমিকাও সন্দেহে রয়েছে।ধর্মনগর থানার ওসি বেনুমাধব দে জানিয়েছেন তদন্ত জারি রয়েছে। খুব শিগ্রই সন্ধান পাওয়া যেতে পারে।

Post a Comment

0 Comments