IIW: রুপঙ্কর মগ, কাঞ্চনপুর: যেমন বাম তেমনি রাম। শুধু নামের পরিবর্তন হল কাজের কোন পরিবর্তন হল না। দুই জমানাতেই লাঞ্ছিত সাধারন মানুষ। কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত লালজুরি ব্লকের অধীনে প্রধান মন্ত্রী গ্রাম সড়ক যোজনায়, প্রেমতলা থেকে মূল্যরামপাড়া রাস্তা তৈরীর বরাত পায় এইচএসসিএল এর ঠিকাদার প্রণব পাল। কৈলাসহর, কাচরঘাট এর বাসিন্দা প্রণব বাবুর উপর শুধু এই রাস্তা নির্মান নয়, নির্মান কার্য শেষে ৫ বছর এই রাস্তা সংস্কারের দ্বায়িত্ব দেওয়া হয়। এই রাস্তা নির্মান এর কাজ শুরু হয় ৩০/০৩/২০১৭ ইং, আর ২৯/০১/২০১৯ ইং এর মধ্যে কাজ শেষ করার সময় নির্ধারন করা হয়। প্রেমতলা থেকে মূল্যরামপাড়া রাস্তার দৈর্ঘ্য ২.৪৪৬ মিলিমিটার যার নির্মাণ খরচ ৫৮০.৪৩ লক্ষ টাকা। নির্ধারিত সময়ে কাজ শুরু করে শুধু রাস্তার কিছু অংশের মাটি কাটার পর কোনো এক অজানা কারনে কাজ বন্ধ করে দিয়েছেন ঠিকাদার প্রণব পাল । নির্ধারিত সময়ের আর মাত্র তিন মাস হাতে আছে, এই অবস্থায় কোন ভাবেই এত অল্প সময়ে প্রণব বাবু কাজ তুলতে পারবেন না। । প্রেমতলা থেকে মূল্যরামপাড়া যেতে তিনটি ছড়া পার করতে হয়। বর্তমানে একটি ছড়ার উপরেও ব্রীজ নেই, যে কারনে মূল্যরামপাড়ায় বসবাস কারী দেড়শত পরিবারকেই তিনটি ছড়ার জল পেরিয়ে ইস্কুল, কলেজ, হাসপাতাল সব যায়গায় যেতে হয়। একটি মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিয়ে যেতে তাদের কতটুকু কষ্ট করতে হয় তা সহজেই অনুমান করা যায়।গ্রামবাসীদের অভিযোগ, রাস্তার এই বেহাল দশার দরুন তারা সরকারী সাহায্য পেয়েও কাজে লাগাতে পারছেন না। একটা ইটের বাজার মূল্য যদি ৯ টাকা হয় এই ইট ওদের কাছে পৌঁছতে মাথা বহন খরচ পরে ১০ টাকা, তাঁদের এখন একটাই প্রশ্ন তাহলে কি লাভ এই সরকারী সাহায্যের। সরকারী সাহায্য এখন তাদের কাছে বুঝা মনেহয়। এই রাস্তা এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন।৫৯/এসটি এই আসন থেকে জয়লাভ করেছেন মাননীয়া সমাজ কল্যাণ মন্ত্রী সান্তনা চাকমা মহোদয়া। এলাকাবাসী মন্ত্রী মহোদয়ার দৃষ্টি আকর্ষন করছেন এবং অতি সত্বর এই ঘটনায় হস্তক্ষেপ দাবী করেছে।
0 Comments