আজ থেকেই পুনরায় চালু হল শরণার্থী শিবিরের রেশন ।



IIW: রুপঙ্কর মগ: কাঞ্চনপুর : সন্মানিত শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ, ডেপুটি স্পিকার বিশ্ববন্ধু সেন মহাশয়, আশিস সাহা মহাশয়, এমএলএ প্রেম কুমার রিয়াং, ডিএম নর্থ, আরো অনেক সরকারী আধিকারিক কাঞ্চনপুর নাইসিংপাড়া শরণার্থী শিবির পরিদর্শন করেন আজ সকালে, সেখানে তারা শিবিরের বাসিন্দাদের সাথে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছেন শরণার্থী শিবিরে যারা আছেন তারা আমাদের অতিথি, তাদের অভুক্ত রেখে আমাদের মুখে খাবার উঠবে না। এই বৈঠক থেকেই ঘোষণা করা হয় শরণার্থী শিবিরে বন্ধ হয়ে যাওয়া রেশন আবার আজ থেকেই চালু হচ্ছে আগামী বছরের জানুয়ারি মাসের পনের তারিখ পর্যন্ত। বৈঠক শেষে উনারা সোজা চলে জান হাজাছরা শরণার্থী শিবিরের বাসিন্দা অসুস্থ চেইঙগ্ৰাওহা রিয়াং কে দেখতে আনন্দবাজার হাসপাতালে। হাসপাতালের কর্মরত ডাক্তারের সাথে কথা বলে রতন নাথ মহাশয় জেনে নেন রোগীর শারীরিক অবস্থা। সাময়িক ভাবে হলেও এই রেশন পুনরায় চালু করার সিদ্ধান্তে শিবিরে খুশির বাতাবরণ লক্ষ করা যায়।                                    

Post a Comment

0 Comments