ধর্মনগরে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ৬৫ বছরের বৃদ্ধ।




IIW: নিজস্ব প্রতিনিধি, বিকাশ ভট্টাচার্য,ধর্মনগর-: ৬৫ বছরের বৃদ্ধের কু কাণ্ডে ছি ছি রব রব উঠেছে কামেশ্বর এলাকায়। রবীন্দ্র পাল নামের এই ৬৫ বছরের বৃদ্ধের পাশবিক লালসার শিকার ৪ বছরের নাবালিকা কন্যা। ঘটনা ধর্মনগর থানা এলাকার কামেশ্বর পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে প্রকাশ ৪ বছরের নাবালিকা কন্যাকে একা পেয়ে নিজ বাড়িতে ডেকে নেয় রবীন্দ্র। তারপর সে শিশু কন্যার সাথে দুষ্কর্ম করে। শিশু কন্যাটি কেঁদে কেঁদে বাড়িতে আসার পর তার অভিভাবককে ঘটনাটি জানায়। তারপর পুলিশে খবর দেওয়া হয়। ধর্মনগর থানার পুলিশ রবীন্দ্র পাল কে গ্রেপ্তার করে। অভিযুক্ত রবীন্দ্র ধর্ষণ এর ঘটনা অস্বীকার করে। সে সংবাদকর্মীদের জানায় মেয়েটির সাথে নাকি তার দাদু নাতনির সম্পর্ক ছিল। সে নাকি মশকরা করে মেয়েটির প্যান্ট খুলে নিয়েছিল।  অন্যদিকে ঘটনার পর পুলিশ জানায় প্রাথমিক তদন্তে ধর্ষণ হয়েছে বলে প্রমাণ পেয়েছে পুলিশ। এবার মেডিকেল টেস্ট হওয়ার পর পরিষ্কার হবে যে ধর্ষণ হয়েছিল কি না। ঘটনা চাউর হতে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। চারিদিকে নিন্দার ঝড় বইছে। বাম রাজত্বের মত রাম রাজত্বে ও ধর্ষণের ঘটনা বেড়েই চলছে।

Post a Comment

0 Comments