IIW: নিজস্ব প্রতিনিধি: ২২ অক্টোবর: উওর ত্রিপুরার নবনিযুক্ত এসপি শ্রী ভানুপদ চক্রবর্তী যেন ত্রাস হয়ে দাঁড়িয়েছেন গাঁজা মাফিয়াদের। আজ আবার এসপি সাহেবের নেতৃত্বে বড়সড় সাফল্যের মুখ দেখলো উওর জেলা পুলিশ। আজ গোপন খবরের ভিত্তিতে পানিসাগর থানার বড়বাবু বিভাস দাস ও গুরুপদ দেবনাথ বিশাল পুলিশ বাহিনী নিয়ে প্রথমে টিআর০৩বি০৩২৮ নং এর মারুতি ভেন ও একটি বোলেরো গাড়ীতে তল্লাশী চালিয়ে নগদ তিন লক্ষ চৌত্রিশ হাজার টাকা সহ চারজনকে আটক করে। ধৃতরা হল মনির হোসেন(২০), রুস্তম আলী(২৬), আলমগীর হোসেন (১৯) তারা ধনপুর আগরতলার বাসিন্দা আর একজন জাহির হুসেন (১৯) সুনামুড়ার বাসিন্দা। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ১২ চাকার একটি ট্রাকে করে আগরতলা থেকে প্রচুর পরিমাণে গাঁজা আসছে। শেষে আজ দুপুর ১২ টা ৩০ মিনিটে পানিসাগরে আটক করা হয় ১২ চাকার ঐ ট্রাকটি। এই ট্রাকে তল্লাশী চালিয়ে উদ্ধার করা হয় মোট ১৭ পেকেট ( ২২৫ কিলোগ্রাম ) গাঁজা। এই গাঁজার বাজার মূল্য প্রায় বার লক্ষ টাকা। চালক কে ও জালে তুলে পুলিশ। চালকের নাম বিশ্বজিৎ দেবনাথ(২৮), বাড়ী মাছমাড়া পেঁচারতল। এনএল০২এন০০৯৯ ( NL02N0099 ) বার চাকা ট্রাকের মালিক রসরাজ দেবনাথ। বাড়ী, নতুন নগর, দৈনিক সংবাদ অফিসের সঙ্গে। ট্রাকের মধ্যে একটি লোকানো কেবিন খোঁজে পায় পুলিশ, পরে চালক কে জিজ্ঞাসাবাদ করে জানা যায় এই কেবিন গত ছয় মাস আগে গুয়াহাটিতে তৈরী করা হয়ছে। গাড়ীর চালক এটাও জানায় গাড়ীতে গাঁজা লোড করা হয়েছে খুদ গাড়ীর মালিকের বাড়িতেই। শেষে ধৃতদের বয়ানের ভিত্তিতে একটি মামলা নথিভুক্ত করা হয়।
0 Comments