India Info Way News এর টিম টি এস আর জাওয়ানদের দ্রুত আরোগ্য কামনা করছে





বড়মুড়া পাহাড়ের তেলিয়ামুড়ার বনকুমারী এলাকায়  দূর্ঘটনাগ্রস্ত ত্রিপুরা স্টেট রাইফেলের একটি বাস।প্রাথমিক খবরে যানা গেছে বাসটি বাক নিতে গিয়ে ২৫০ ফুট খাদে পরে যায়,বাস এর যাত্রী ২৯জন টি এস আর জাওয়ান গুরুতর আহত হয়েছেন বলে খবরে যানা গেছে।আগরতলা যাওয়ার পথে এই দূর্ঘটনা ঘটে।আহত টি এস আর জাওয়ান দের জিবি হাসপাতালে চিকিৎসা চলছে।উদ্ধারের কাজ চলছে।অন্ধকারের জন্য উদ্ধার কাজ চালাতে অসুবিধার সম্মুখিন হচ্ছেন দায়িত্ব প্রাপ্ত কর্তৃপক্ষ।টিএস আর জাওয়ান দের দেখতে মাননীয় মুক্ষ্যমন্ত্রী ও স্বাস্হ্য মন্ত্রী ছুটে যান জীবি হাসপাতালে।বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে বলে যানা গেছে।

Post a Comment

0 Comments