IIW: নিজস্ব প্রতিনিধি, বিকাশ ভট্টাচার্য: ত্রিপ্রা নেসনেলিস্ট এমপ্লয়ি এসোসিয়েশনের উদ্যোগে পলিটেকনিক কলেজের কনফারেন্স হলে এক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন ও উপজাতি কল্যাণ দফতরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন সহ অন্যান্য অতিথিরা। সংগঠনের তরফে বিভিন্ন দাবিদাবা মন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। বক্তব্য রাখতে গিয়ে মেবার কুমার জমাতিয়া বলেন বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পর নানাবিধ উন্নয়ন মূলক কর্মকান্ড চলছে রাজ্যে। এই জোটকে ভাঙার জন্য রাজনৈতিকভাবে বিভিন্ন অপকৌশল হচ্ছে। অবিলম্বে জেলাস্তরে বিজেপি আইপিএফটি মিলে কোর কমিটি গঠন করা হবে। এই কোর কমিটির সদস্যরা বিজেপি ও আইপিএফটি নেতাদের কাজকর্ম মনিটরিং করবেন। উত্তর জেলায় 8 সদস্য বিশিষ্ট এই কমিটি শীঘ্রই বানানো হবে বলে জানান মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। অন্যদিকে পলিটেকনিক কলেজ বহু আন্দোলনের ফল, উপাধক্ষ বিশ্ব বন্ধু সেন বলেন এই কলেজে রীতিমত পড়াশোনা হচ্ছে না উনার কাছে খবর আছে। তাই তিনিও মাঝেমধ্যে এসে নিজ চোখে সব পরিদর্শন করবেন।
0 Comments