IIW: নিজস্ব প্রতিনিধি: ধর্মনগর: লাশ আতঙ্ক ধর্মনগরের পদ্মপুর এ। পদ্মপুর স্কুলের পিছনে জঙ্গল থেকে পচা গন্ধ আসছে দেখে মানুষের মনে আতঙ্ক ছড়ায়। খবর দেয় পুলিশ কে। পুলিশ ঘটনাস্থলে এসে জঙ্গল থেকে একটি বস্তা উদ্ধার করে। বস্তার মধ্যে মোরগের দেহবাশেষ ছিল তাই দুর্গন্ধ আসছিল। গুজব না ছড়ানোর জন্য পুলিশ সাধারণ মানুষকে অনুরোধ করে। লাশ পাওয়া গেছে এমন গুজব রটে গিয়েছিল গোটা পদ্মপুর এলাকায়।
0 Comments