প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী মানিক সরকার ভারতীয় জনতা পার্টির কর্মীদের দ্বারা নিগৃহীত হন বিশালগড়ে।


IIW: আবীর রায়,নিজস্ব প্রতিনিধি, আগরতলা :- প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী মানিক সরকার ভারতীয় জনতা পার্টির কর্মীদের দ্বারা নিগৃহীত হন বিশালগড় পার্টি অফিস থেকে ফেরার পথে। নভেম্বর বিপ্লবকে লক্ষ করে এক সভা থেকে ফেরার পথে মানিক বাবুর কনভয়ে আক্রমণ করে বিজেপি কর্মীরা। পরে পুলিশের হস্তক্ষেপে উনাদের উদ্ধার করে আগরতলায় নিয়ে আসা হয়। সিপিআইএম রাজ্য কমিটির পক্ষ থেকে শ্রী রাখাল মজুমদার জানান, মহান নভেম্বর বিপ্লবের শতবর্ষ পূর্তি উপলক্ষে বিশালগড় পার্টি অফিসে এক জরুরী সভায় অংশ গ্রহণ করতে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী মানিক সরকার মহাশয়। উনার সাথে ছিলেন প্রাক্তন অর্থ মন্ত্রী শ্রী ভানুলাল সাহা, সোনামুড়ার এমএলএ শ্রী শ্যামল চক্রবর্তী, প্রাক্তন সংখ্যা লঘু ও সমাজ কল্যাণ মন্ত্রী শহীদ চৌধুরী এবং কমলাসাগরের এমএলএ শ্রী নারায়ণ চৌধুরী মহাশয়। সভা শুরু হবার আগেই হলের বাইরে জড়ো হতে থাকে এক দল বিজেপি সমর্থক। প্রথমে তারা সভা ভণ্ডুল করতে আপ্রাণ চেষ্টা করে, পরে বিফল হয়ে সভা শেষের পর ফেরার পথে আক্রমণ চালায়। সিপিআইএম থেকে এই জঘন্য ঘটনাকে অগণতান্ত্রিক ও একনায়কতন্ত্র কায়েম করে বাক স্বাধীনতা হরণের চেস্টা বলে উল্লেখ করা হয়। এই ঘটনার বিষয়ে বিজেপি মুখপাত্র শ্রী অশোক সিনহার সাথে যোগাযোগ করলে তিনি জানান, এই ধরনের কোন ঘটনার খবর উনার জানা নেই। এই ঘটনা নিন্দা করে তিনি বলেন যদি সত্যি এরকম কিছু ঘটে থাকে তবে তা দুঃখজনক। সরকার ঘটনার সত্যতা খুঁজে বের করবে। আর সত্যতা প্রমানিত হলে দুষ্কৃতীরা নিশ্চয়ই শাস্তি পাবে, সে যত বড় নেতাই হোকনা কেন। তিনি বলেন, মানিক সরকারের মত একজন অভিজ্ঞ রাজনীতিবিদের সঙ্গে এই রকম ব্যবহার অবিশ্বাস্য।এই ধরনের ঘটনা গনতন্ত্রের জন্য ক্ষতিকারক।

Post a Comment

0 Comments