IIW: নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর :- কৈলাসহর থেকে নাবালিকা দুই বােনকে অপহরণ করে তেলিয়ামুড়ায় এনে রাতভর ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে কৈলাসহর মহিলা থানায় মামলা নম্বর ৩৫/১৮ অনুযায়ী, ভারতীয় দন্ডবিধির ৩৬৬, ৩৭৬ (ডি), ৫০৬, ৩৪ ও পক্সো অ্যাক্টের চার ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার বিবরনে জানা গেছে কৈলাসহরের লক্ষীছড়া এলাকার বাসিন্দা দুই বােন বাজার থেকে বাড়ি ফেরার পথে সুবীর দত্ত নামের এক যুবকের অটোতে উঠেছিলাে। সেই অটোতে করেই সুবীরের নেতৃত্বে ৪/৫ জন যুবক দুই বােনকে অপহরণ করে। সেদিন রাতেই নাকি একটি মারুতি গাড়িতে করে দুই বােনকে নিয়ে আসা হয় তেলিয়ামুড়ার একটি পরিত্যক্ত বাড়িতে। গত ৯ নভেম্বর সন্ধ্যা রাতে ঘটনাটি ঘটেছিলাে। এরপর টানা দুদিন তাদের ওই পরিত্যক্ত বাড়িতে আটকে রেখে অটো ড্রাইভার সুবীর দত্ত এবং তার সঙ্গে থাকা অজ্ঞাত পরিচিত ৪/৫ জন যুবক তাদের উপর দফায় দফায় ধর্ষণ চালায়। ফলে ছােট বােনটি অসুস্থ হয়ে পড়ে, অবস্থা বেগতিক দেখে ধর্ষকরা তেলিয়ামুড়া রেল স্টেশনে এনে দুই বােনকে ফেলে পালিয়ে যায়। এই ঘটনার পর ধর্ষিতা দুই বােন কোনক্রমে বাড়ি ফিরে আসে এবং সমস্ত ঘটনা জানায় মা বাবাকে। এরপরই মামলা দায়ের করা হয় কৈলাসহর থানায়। চাঞ্চল্যকর এই ঘটনায় সুবীর দত্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে, অজ্ঞাত পরিচয় ৪/৫ জন যুবকের পরিচয় জানা যায়নি। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে লক্ষ্মীছড়া থানা এলাকায়। পুলিশের দাবি, ধর্ষকদের মধ্যে দুজনের বাড়ি আগরতলায়। ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। বিষয়টিকে কেন্দ্র করে কৈলাসহরে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। আমজনতার তরফ থেকে দাবি উঠেছে, ধর্ষকদের কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হউক। এই ঘটনায় বিজেপি, কংগ্রেস এবং সিপিএম তিন দলই দোষীদের শাস্তির দাবি তুলেছে।
0 Comments