IIW: বিকাশ ভট্টাচার্য্য, নিজস্ব প্রতিনিধি :- বর্তমানে রাজ্যে নিজেদের রাজনৈতিক শক্তি বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে কংগ্রেস প্রতিনিয়ত কর্মসূচি পালন করছে। এবার তপশীলি জাতি ভুক্তদের সংঘটিত করার লক্ষ্য নিয়েই শনিবার ধর্মনগর কংগ্রেস ভবনে উত্তর জেলার অন্তর্গত কংগ্রেসের তপশীলি সংগঠনের নেতাদের নিয়ে একটি সভা হয়ে গেল। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের কংগ্রেস তপশীলি সংগঠনের নেতৃত্ব রাখু দাস। তিনি জানান গত ১৩ ই নভেম্বর আগরতলায় সর্বভারতীয় কংগ্রেসে় তপশিলি সংগঠনের সম্পাদক এস পি সিং এসেছিলেন। উনার নেতৃত্বে রাজ্যে কংগ্রেস এর পুরনো তপশিলি সংগঠন ভেঙে ছয়জনের একটি বর্ধিত কমিটি তৈরী করা হয়। এবং রাখু দাস কে উত্তর জেলার দায়িত্ব দেওয়া হয়। সেই মোতাবেক রাখু দাসের নেতৃত্বই উত্তর জেলার তপশীলি নেতৃত্বদের নিয়ে সভা হয়ে গেল। এই সভায় উপস্থিত উত্তর জেলার কংগ্রেসের সভাপতি জানান বর্তমানে দেশের সরকারের দলিত বিরোধী নীতির প্রতিবাদে রাজ্যের তপশীলি দের একত্রিত করে আগামী দিন বৃহত্তর আন্দোলনের পরিকল্পনা করতেই এই আয়োজন করা হয়েছে। এই সভায় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতৃত্ব কেবল নন্দী ছিলেন কংগ্রেসের উত্তর ত্রিপুরা জেলা সভাপতি নিরুপম দে।
0 Comments