IIW: বিকাশ ভট্টাচার্য্য,নিজস্ব প্রতিনিধি,ধর্মনগর :- বিশ্ব শান্তির বার্তা নিয়ে শনিবার সন্ধ্যায় ধর্মনগর শহরের রাজপথে হয়ে গেল ধর্মনগর জ্যোতিবন বৌদ্ধবিহারের উদ্যোগে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশাল মৈত্রী যাত্রা। এই যাত্রা থেকে তারা জানালেন আগামী কাল ১৮ নভেম্বর হুরুয়া স্থিত ধর্মনগর মহা বিদ্যালয় সংলগ্ন জ্যোতিবন বৌদ্ধবিহারে আয়োজন করা হয়েছে একাদশ তম চীবর দান উৎসব। চীবর দান উৎসবে থাকবেন ভারত ও বাংলাদেশের জ্ঞানীগুণী বুদ্ধ ভিক্ষুরা। সাথে সারাদিন ব্যাপী চলবে বিভিন্ন অনুষ্ঠান। এই কঠিন চীবর দান উৎসবে সকলকে আমন্ত্রন জানানো হয়। হাতে মোমবাতি নিয়ে বুদ্ধ ধর্মাবলম্বী জাতি উপজাতির সম্মিলিত শোভাযাত্রা শনিবার সন্ধ্যায় ধর্মনগর শহরের সৌন্দর্য বাড়িয়ে তোলে। এই রেলিতে উপস্থিত প্রত্যেক বৌদ্ধধর্মাবলম্বীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ।
0 Comments